২৫ বছর বয়সের আগে কী কী জানা উচিত
আমরা অনেকেই না জেনে অথবা আবেগের বশে কিছু ভুল কাজ করি। যার জন্য পরবর্তীতে নানা সমস্যায় পড়তে হয়।
- সোশ্যাল মিডিয়াতে কারো সাথে তর্কে যাবেন না।
- আপনি যখন কাউকে কোনো বার্তা বা ই-মেইল পাঠান, তখন বুঝে শুনে পাঠাবেন। কারণ এটা ভয়ংকর আকারে হানা দিতে পারে, যা আপনি কল্পনাও করেন নি।
- কখনোই চেষ্টা করবেন না মানুষকে আপনার অনুভূতি বোঝাতে। যে বোঝার সে আপনা থেকেই বুঝবে, আর যে বুঝবে না তাকে হাজার বলেও বোঝাতে পারবেন না।
- শারীরিক সুস্থতার আগে মনের সুস্থতা দরকার।
- আপনার কলিগ শুধু কলিগই। খুব বিরল না হলে, কলিগরা কখনো বন্ধু হয় না।
This unique love story chronicles the relationship between Henry, who involuntarily travels through time, and Clare, who must navigate the challenges of loving someone who cannot control when he is present.
These stories vary in tone and theme but all center around the complexities and beauty of love, making them memorable and touching.
অনলাইন রিলেশনশিপ বস্তুত সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। পরীক্ষা করে দেখতে চান? আপনার টাকা লাগবে বলে একটা পোস্ট দিন। দেখবেন বেশীরভাগই জবাব দেবে না। যদিও এর মধ্যে ব্যতিক্রম থাকে, কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না।
- যখন আপনি খুব সুখে অথবা দুঃখে থাকেন, তখন কারে কী বলছেন এ ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরী। এটা আপনার জন্যে ক্ষতির কারণ হতে পারে।
- নিজের আত্ম উন্নয়নে সময় দিন। শিখুন, টাকা রোজগার করুন, সুস্থ থাকুন ইত্যাদি।
- কখনোই অপরিচিত কাউকে নিজের ছবি বা ফোন নাম্বার দিবেন না, যদি না খুব বেশি পরিচিত না হয়।
- নিজেকে ভালবাসুন। কারণ ইনিই একজন যার সাথে আপনি সারা জীবন কাটাবেন।